Site icon Jamuna Television

পর্যাপ্ত সরবরাহের পরও লাগামহীন চট্টগ্রামের বাজার

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটছেই না। চাল, ডাল, তেলসহ বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহের পরও নানা অজুহাতে লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বাজার তদারকি শুরুর দাবি তাদের।

আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়ে যাওয়ার অজুহাতে মাস দুয়েক আগে বাড়তে শুরু করে খোলা ময়দার দাম। বস্তা প্রতি প্রায় ৮শ থেকে ৯শ টাকা বেড়ে দাঁড়ায় ২ হাজার ১শ টাকা পর্যন্ত।

গত কয়েকদিন ধরে ১শ টাকা কমলেও প্যাকেটজাত আটা ময়দার দাম বেড়েছে কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা।

একই চিত্র দেখা গেছে চিনির ক্ষেত্রেও ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় বেড়েছে ১ হাজার টাকা, সরকারের পক্ষ থেকে শুল্ক কমানোর পরও সপ্তাহখানেক ধরে দাম কমেছে মাত্র ১শ টাকা।

পেঁয়াজ, আদা ও রসুনের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও লাগামহীন তেলের দাম। নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যেরও চড়া মূল্যে ক্ষুব্ধ ক্রেতারা।

ব্রয়লার মুরগীর দামও গত কিছুদিন ধরে ১৭০ টাকার ওপরে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও খুব একটা স্বস্তি নেই সবজির বাজারে।

Exit mobile version