Site icon Jamuna Television

এক বছর বয়সেই মাসিক আয় ৮৫ হাজার টাকা!

ছবি: সংগৃহীত।

মাত্র এক বছর বয়সেই মার্কিন নাগরিক ব্রিগসের জুটে গেছে বিশাল সংখ্যক ভক্ত। ইনস্টাগ্রামে আছে ৩০ হাজারেরও বেশি ফলোয়ার। আর তার মাসিক আয় এক হাজার মার্কিন ডলার বা বাংলাদেশের মুদ্রায় ৮৫ হাজার টাকা। আর এতকিছুর মধ্যে ব্রিগস পেয়েছে বিশ্বের সবচেয়ে কম বয়সী ট্রাভেল ইনফ্লুয়েন্সারের তকমাও। খবর ডিএনএ এর।

মূলত, ব্রিগসের বাবা-মা পেশায় পার্টটাইম ট্রাভেল ব্লগার। তবে এই শিশুর মা জেস গর্ভবতী হওয়ার পর ভেবেছিলেন, তার এই ক্যারিয়ারের যাত্রা এখানেই শেষ। তবে স্বামী মিলে হাল ছাড়েননি। নিজেরাই এমন একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে ফেলেন, যেখানে শিশুদের নিয়ে ট্রাভেল করার খুঁটি-নাটি সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং দেয়া হবে পরামর্শও। আর এতেই বাজিমাত।

২০২০ সালের ১৪ অক্টোবর জন্ম নেয় ব্রিগস। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি প্রদেশে পা পড়েছে তার। আর এই ব্রিগসের ট্রাভেল ব্লগ শেয়ার করার মাধ্যমেই প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আয় করেন তার বাবা-মা। রীতিমতো তারকা বনে গেছেন ব্রিগস।

Exit mobile version