Site icon Jamuna Television

নাটোরে একসাথে তিন সন্তানের জন্ম

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন রেখা খাতুন (২৩) নামে এক গৃহবধূ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুরে মুক্তার জেনারেল হাসপাতালে এই তিনটি শিশুর জন্ম হয়।

রেখা খাতুন একই উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী। নবাগত শিশু তিনটির বাবা সাগর ইসলাম জানান, তিনি একজন কৃষক। দু পুত্র ও এক কন্যাসন্তান একসাথে জন্মগ্রহণ করায় তিনি খুবই খুশি। তার স্ত্রী ও সন্তানরা সুস্থ আছেন বলেও জানান তিনি। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে তিনি নবাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

জেনারেল হাসপাতালটির ডাক্তার আনোয়ার হোসেন জানান, অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন শিশু জন্মগ্রহণ করেছে। মা ও শিশুরা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করলেন তিনিও।

Exit mobile version