Site icon Jamuna Television

‘দেশে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়’

ফাইল ছবি।

দেশে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ অক্টোবর) সুনামগঞ্জের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও হুইপ ফজলুল হক আসপিয়ার শোকসভায় যোগ দিতে গিয়ে তিনি একথা বলেন। মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারই বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

এসময় সরকার রোহিঙ্গাদেরও এদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে তিনি বলেন, নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন হলেই কেবল নির্বাচনে অংশ নেবে বিএনপি।

Exit mobile version