Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার সাথে টেকসই সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সাথে শান্তিপূর্ণ ও টেকসই কূটনৈতিক সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র। তবে পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উদ্বেগজনক ও উস্কানিমূলক বলে মনে করে তারা।

রোববার (২৪ অক্টোবর) এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন প্রতিনিধি সাং কিম। তিনি দাবি করেন, পিয়ংইয়ংয়ের প্রতি বিদ্বেষমূলক নীতি নেই ওয়াশিংটনের। তবে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি ওই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।

কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমাতে কিম জং উন প্রশাসনকে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। তিনি আগের মতো আবারও বলেন, বিনা শর্তেই পিয়ংইয়ংয়ের সাথে বৈঠকে রাজি ওয়াশিংটন।

Exit mobile version