Site icon Jamuna Television

দলবদ্ধ সাম্প্রদায়িক হামলা শুভলক্ষণ নয়: হাইকোর্ট

সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্টর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মন্তব্য করেন, এ ধরনের দলবদ্ধ হামলা শুভলক্ষণ নয়।

রোববার (২৪ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ ফরিদপুরের সালথায় ইউএনও অফিসে অগ্নিসংযোগের ঘটনায় করা জামিন আবেদনের শুনানিতে এসব কথা বলেন। পরে ফরিদপুরের সালথায় ইউএনও অফিসে অগ্নিসংযোগের ঘটনায় হাসান মেম্বারের জামিন স্থগিত করে দেন আপিল বিভাগ।

আদালত বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে খারাপ বার্তা যাবে। এ ধরনের মামলায় ভুয়া অভিযোগ বিবেচনায় আসামিদের ছেড়ে দিলে কী অবস্থা হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন আপিল বিভাগ।

Exit mobile version