Site icon Jamuna Television

ব্যাপক নৃশংসতার পরিকল্পনা করছে মিয়ানমারের সেনা সরকার

মিয়ানমারের উত্তরাঞ্চলে বিপুল সেনা এবং ভারী অস্ত্র মোতায়েন করেছে দেশটির জান্তা সরকার। সেখানে তারা ব্যাপক নৃশংসতার পরিকল্পনা করতে পারে বলে আভাস দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।

নিউইয়র্কে জাতিসংঘে বার্ষিক মানবাধিকার রিপোর্ট উপস্থাপন করে অ্যান্ড্রুজ বলেন, মিয়ানমারের দুর্গম উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েনের তথ্য মিলেছে। এই এলাকায় পাঠানো হয়েছে সমরযান এবং ভারী অস্ত্রও। এরকম তথ্য থেকে সেনা সরকারের সম্ভাব্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধের ইঙ্গিত পাওয়া যায়।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চি সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতায় বসে মিয়ানমারের সেনাবাহিনী। ক্ষমতায় বসার পর থেকেই তারা দেশটির বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এ কয়েক মাসেই জান্তা বিরোধীদের ওপর চালানো রক্তক্ষয়ী অভিযানে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, বন্দি হয়েছেন ৮ হাজারের ওপর মানুষ।

Exit mobile version