Site icon Jamuna Television

আবারও সিরিয়ার শিশুদের পাশে রোনালদো

যুদ্ধে ক্ষত-বিক্ষত সিরিয়ার শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিশ্বখ্যাত পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশেষত পূর্ব ঘৌতার শিশুদের পাশে দাঁড়াতে টুইট ভিডিওতে তিনি এই আহবান জানান।

ভিডিওটি তৈরি করে শিশুদের জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। ওই টুইট ভিডিওতে রোনালদো লিখেন, “শক্ত হোন, বিশ্বাস রাখুন, কখনও হাল ছেড়ে দিবেন না।”

https://twitter.com/Cristiano/status/973517278879854592

তবে এবার প্রথম সিরিয়ার শিশুদের জন্য মানবিক আবেদন জানাননি রোনালদো ওরফে সিআর-৭। ২০১৬ সালেও একটি ভিডিও টুইটেও তিনি এই আহবান জানিয়েছিলেন। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, সিআর-৭ সিরিয়ার শিশুদের জন্য অর্থও দান করেছেন।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version