Site icon Jamuna Television

‘জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার দায়িত্ব নিতে হবে’

স্থানীয় জনপ্রতিনিধিরা যদি নিজ এলাকার প্রতি নজর রাখেন তাহলে সাম্প্রদায়িক হামলা ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেছেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার দায়িত্ব নিতে হবে।

রোববার (২৪ অক্টোবর) এক অনলাইন পরামর্শ সভায় সম্প্রতি বিনষ্ট সৃষ্টির অপচেষ্টা বন্ধে স্থানীয় সরকার বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় ধর্মীয় স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট হবেন।

জনপ্রতিনিধিদের নিজ এলাকা নিরাপদ রাখতেও আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই কাম্য নয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ ও উত্তরের মেয়রদ্বয়ও বলেন, অন্য ধর্মাবলম্বীদের ওপর অন্যাচার করার কোনো সুযোগ নেই। এছাড়া উপস্থিত জনপ্রতিনিধিরাও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে বিভিন্ন বিভিন্ন পরামর্শও দেন।

Exit mobile version