Site icon Jamuna Television

অপরাধী যে দলেরই হোক না কেন তাদের শাস্তির ব্যবস্থা করা হবে: আইনমন্ত্রী

ফাইল ছবি।

অপরাধী যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২৪ অক্টোবর) সহকারী জজ ও বিচারকদের আয়োজিত ৪২তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারপ্রাপ্তির সংস্কৃতিতে ফিরে এসেছে। জানান, মামলা জট কমাতে আগামী বছর ৬ লাখ মামলা নিষ্পত্তি করতে চায় সরকার। জনগণের আস্থা ধরে রাখতে বিচারপতিদের গুরুত্ব অনেক বলেও মন্তব্য করেন আনিসুল হক।

Exit mobile version