Site icon Jamuna Television

যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৭

প্রতীকী ছবি।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে যাত্রী সেজে চালককে গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ২৬ বছর বয়সী নিহত সাইফুল ইসলাম শেরপুরের শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরখান এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।

রোববার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার।

র‍্যাব-১ এর পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার বলেন, শনিবার (২৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাইকৃত ইজিবাইকসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, গত ১৬ অক্টোবর রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) সাইফুল ইসলাম নামের ওই চালককে গলাকেটে হত্যার পর ইজিবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় পরদিন (১৭ অক্টোবর) কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই শাহ আলম।

Exit mobile version