সাবেক গুপ্তচর ও তার কন্যার ওপর স্নায়ু গ্যাস ‘আক্রমনের ঘটনায়’ দেশ দুইটির মধ্যে সৃষ্ট টানাপোড়েনে মধ্যে ২৩ জন ব্রিটিশ কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন মারফত এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ২৩জন কূটনীতিক বহিস্কার করেছে ব্রিটেন। এরই জবাবে এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি’র বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ কূটনৈতিকদের বহিস্কার করা হবে।
যমুনা অনলাইন: এফএইচ

