Site icon Jamuna Television

বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৬টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর। করোনা সংক্রমণের পরিমাণ কিছুটা কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ অক্টোবর) থেকে এসব দেশের যাত্রীরা সিঙ্গাপুরে প্রবেশাধিকার পাবেন। বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের ওপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি। এসব দেশ হচ্ছে, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কা।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্পমেয়াদের ভিসা নিয়ে পর্যটকরা সিঙ্গাপুর ভ্রমণ করতে পারবেন। তবে, অবশ্যই কঠোর সীমান্ত নীতিমালা মেনে চলতে হবে ভ্রমণকারীদের। করোনার নেগেটিভ রিপোর্ট দেখানোর পাশাপাশি নির্দিষ্ট স্থানে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে।

এছাড়া, ট্রানজিট হিসেবেও ব্যবহার করা যাবে সিঙ্গাপুরের ভূখণ্ড। জানানো হয়, খুব শিগগিরই মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার মতো বেশকিছু দেশের জন্যও শিথিল করা হবে ভ্রমণ বিধিনিষেধ।

Exit mobile version