Site icon Jamuna Television

এনএসইউতে ‘ব্যাটেল অফ স্কিলস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাথলেটিক্স ক্লাব আয়োজিত ‘ব্যাটেল অফ স্কিলস’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো। শনিবার বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠানো ২০০০ এর অধিক ভিডিও থেকে শীর্ষ ৫ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন জাহিদ আহসান রাসেল।

এ সময় তিনি বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু পড়ালেখায় নয়, খেলাধুলাসহ আরও বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। খেলাধুলার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথাও জানান তিনি।

Exit mobile version