Site icon Jamuna Television

কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামানোর অঙ্গীকার সৌদি যুবরাজের

ছবি: সংগৃহীত

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূণ্যের কোঠায় নামানোর অঙ্গীকার করলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

শনিবার (২৩ অক্টোবর) একথা জানান তিনি। এ লক্ষ্য সামনে রেখে ১৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগের কথাও জানিয়েছেন এ যুবরাজ।

মোহাম্মদ বিন সালমান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তেল বাজারে স্থিতিশীলতা এবং হাইড্রোকার্বন নিঃসরণ কমাতে গুরত্ব দিবে রিয়াদ। প্রতিবছর দ্বিগুণ হারে কার্বন নিঃসরণ কমাবো আমরা। ২০৩০ সাল নাগাদ মিথেন নিঃসরণ ৩০ ভাগ কমানোর যে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়া হয়েছে তাতেও যোগ দেবে সৌদি আরব।

চলতি দশকের মধ্যেই নবায়নযোগ্য উৎস থেকে ৫০ শতাংশ শক্তি উৎপাদন করবে সৌদি আরব। এছাড়াও মরু অঞ্চলে কোটি কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে দেশটি।

Exit mobile version