Site icon Jamuna Television

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল ব্যাহত

পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় নাব্য সংকটে পড়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল। এতে পর্যাপ্ত ফেরি চলতে পারছে না। যে কয়েকটি চলছে তাও সীমিত পরিসরে। এতে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় বাড়ছে ঘাটে। সাথে যোগ হয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।

কাঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষের হিসাবে গেল তিন দিনে পদ্মায় পানি কমেছে ২৩ সেন্টিমিটার। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় ডুবোচরে আটকে যাচ্ছে নৌযান। অন্তত ১২ টি ফেরি চলতে পারছে না। বাকিগুলো চললেও পারাপারে এক থেকে দেড় ঘণ্টা বেশি সময় লাগছে।

এই সংকট বিপাকে ফেলেছে কর্মস্থলমুখী মানুষকে। রাজধানীতে ফিরতে প্রতিনিয়ত ঘাটে বাড়ছে যানবাহনের সারি। যারা লঞ্চ আর স্পীডবোটে দ্রুত পার হচ্ছেন, তাদের অভিযোগ বাড়তি ভাড়া আদায় নিয়ে।

দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকটসহ চ্যানেলের বিদ্যমান সমস্যা দূর করার আশা অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, দ্রুত সংকট নিরসনের ব্যবস্থা নেয়া হয়েছে। ড্রেজিং কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

স্রোতের প্রতিকুলতা কাটাতে খনন কাজে শক্তিশালী ড্রেজার নিয়োগ এবং ভাড়া নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি এ পথে চলাচলকারীদের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version