Site icon Jamuna Television

শাহিনের জোড়া আঘাতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ভারত

ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান। আর বোলিংয়ে এসেই পাকিস্তানি বোলাররা জোড়া আঘাত হানলো ভারত শিবিরে।

প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন শাহিনশাহ আফ্রিদি। ম্যাচের চতুর্থ বলে দুর্দান্ত ইয়র্কারে ভারতীয় এ ওপেনারকে পরাস্ত করেন শহীদ আফ্রিদির জামাতা। ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও আঘাত হানেন শাহীন। ২.১ ওভারে এসে ফিরিয়ে দেন আরেক ওপেনার লোকেশ রাহুলকে। এরপর ভারত শিবিরে আঘাত হানেন হাসান আলি। নিজের প্রথম ওভারে এসে ফিরিয়ে দেন চার-ছক্কা মেরে বড় ইনিংসের ইঙ্গিত দেয়া সূর্যকুমার যাদবকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ৩১।

সাদা বলের বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে কখনো হারাতে পারেনি পাকবাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট পাঁচবার দেখা হয়েছে পাকিস্তান ও ভারতের। এরমধ্যে চারবারই জিতেছে ভারত। একটি ম্যাচ হয়েছে ড্র। ২০০৭ সালে অনুষ্ঠিত হওয়া সংক্ষিপ্ত এ ফরম্যাটের প্রথম বিশ্বকাপে জয়ের পথে থাকলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে যায় পাকরা। এবার তাই প্রথম জয়ের খোঁজে পাকবাহিনী।

Exit mobile version