Site icon Jamuna Television

রাশিয়া-চীন সদয় হলে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রাশিয়া ও চীন সদয় হলে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের পাঁচটি স্থায়ী দেশের কারণেই রোহিঙ্গা সমস্যা ঝুলে আছে। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে শুধু কয়েকটি দেশের মুখপাত্র না হয়ে সবার সুযোগ সুবিধা দেখার আহ্বান জানান।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ। তবে বিপুল সংখ্যক এই শরণার্থী এখন ‘বোঝা’ হিসেবে দেখছে সরকার।

মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে নির্যাতনের মুখে ২০১৭ সালের অগাস্টে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথায় উঠে আসে নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ, যাকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলেছে জাতিসংঘ।

ইউএইচ/

Exit mobile version