Site icon Jamuna Television

জেলবন্দি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রেম! যা বললেন জ্যাকলিন

ছবি: সংগৃহীত

জেলবন্দি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রেম করতেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি এমনই দাবি করেছেন সুকেশের আইনজীবী। সেই মন্তব্যকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন ‘রেস ৩’ এর অভিনেত্রী।

এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিং এর পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার ওই মামলায় অভিযুক্ত সুকেশ এবং তার স্ত্রী লীনা পাল। তাদের গ্রেফতার করে দিল্লির রোহিণী জেলে রাখা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, এই দুই অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে জ্যাকলিন এবং নোরার। সেই তথ্যের ভিত্তিতে দুই তারকার বক্তব্য রেকর্ড করা হয়েছিল।

রোববার (২৪ অক্টোবর) জ্যাকলিনের মুখপাত্র জানান, লীনা এবং সুকেশের সাথে অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই। সুকেশের সঙ্গে প্রেমের দাবিকেও ‘গুজব’ বলে উড়িয়ে দেন তিনি।

জ্যাকলিনের মুখপাত্রের বিবৃতিতে লেখা ‘জ্যাকলিনকে শুধু মাত্র এই মামলার সাক্ষী হিসেবে তলব করেছিলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইডি। তিনি নিজের বয়ান রেকর্ড করেছেন। পরবর্তীতে ডাকলে তিনি একই ভাবে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করবেন।’

Exit mobile version