Site icon Jamuna Television

শিবচরে পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শিবচরের পদ্মা নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ
উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গেট এলাকার পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, রোববার বিকেলে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত চ্যানেল দিয়ে একটি লাশ স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিক কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গেট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশটি আনুমানিক ৭/৮ দিন ধরে নদীতে থাকায় গলে পচে অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে পুলিশের ধারণা। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। পড়নে সাদা গ্যাবাডিনের ফুলপ্যান্ট ও কোমরে কালো রংয়ের একটি বেল্ট রয়েছে।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিম বলেন, উদ্ধারকৃত লাশের শরীরের অধিকাংশ মাংস গলে গেছে। আমরা লাশটি উদ্ধার করে শিবচর থানায় পাঠিয়েছি।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি আ. রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি অন্য কোথাও থেকে স্রোতে ভেসে এখানে এসেছে। ৭/৮ দিন লাশটি পানিতে থাকায় শরীরের অধিকাংশ পচে নষ্ট হয়ে গেছে।

ইউএইচ/

Exit mobile version