Site icon Jamuna Television

ধর্ষণচেষ্টা মামলায় ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি: প্রতীকী

চট্টগ্রাম ব্যুরো:

কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় দায়ের হওয়া ১০ বছর আগের এক মামলায় পুলিশের এক পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন। যার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন তার নাম মিজানুর রহমান। ঘটনার সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ছিলেন।

মামলার তথ্যে জানা যায়, ২০১১ সালের ১২ জুলাই চট্টগ্রামের বেসরকারি এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেন মিজানুর। ঘটনার দিন ওই ছাত্রী তার বন্ধুকে নিয়ে ফয়েজ লেক বেড়াতে যান। সেখানে মিজানুর জোর করে ওই ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে চকবাজারের একটি হোটেলে যান। ওই ঘটনার পরই ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

জানা যায়, ওই ঘটনার পর মিজানুরকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ওই মামলায় এতোদিন জামিনে ছিলেন। রোববার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ছিল। তিনি আদালতে হাজির না হওয়ায় মিজানুরের পক্ষে তার আইনজীবীরা সময় আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে মিজানুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

ইউএইচ/

Exit mobile version