Site icon Jamuna Television

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ১০

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শনিবার একটি অ্যাপাচি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

লিট এয়ার এক্সপ্রেসের পাইপার ২৩ অ্যাপাচি উড়োজাহাজটি ম্যানিলার নিকটবর্তী প্লারিদেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। খবর বিবিসি ও এএফপির। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত উড়োজাহাজটির পাঁচ যাত্রী লুজন দ্বীপের লাওয়াংয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে পাইলটসহ বিমানের পাঁচ যাত্রী ও ভূমিতে আরও ৫ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে।

যদিও পুলিশ বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

উড়োজাহাজটি আবাসিক এলাকার উপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানান ফিলিপাইনের পুলিশের এক মুখপাত্র।

Exit mobile version