Site icon Jamuna Television

রূপগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা

নানা সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল আর ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এতে রোগীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিদিন হাজারও রোগীর ভরসার জায়গা। তবে সেবা নিতে এসে পদে পদে ভোগান্তি পোহাতে হয় তাদের।

দীর্ঘ সময় অপেক্ষা করে কখনও মেলে না চিকিৎসকের দেখা। বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় গর্ভবতী নারীরাও ফিরে যাচ্ছেন। আছে ওষুধ সঙ্কটও।

৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসক থাকার কথা ১৭ জন। তবে এখন কর্মরত আছেন মাত্র ৮ জন। সংকট রয়েছে নার্স, আয়াসহ ৩য় ও ৪র্থ শ্রেণির জনবলেরও।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সংকটের কথা জানিয়ে দ্রুত সমাধান করতে অনুরোধ করা হয়েছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর জাহান আরা খাতুন।

প্রসঙ্গত, ১৯৭২ সালে নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৮ সালে ৩১ শয্যা থেকে উন্নীত হয় ৫০ শয্যায়।

Exit mobile version