Site icon Jamuna Television

অমিত শাহর সফরের মধ্যেই কাশ্মিরে পুলিশের গুলিতে নিহত ১

চলমান অস্থিরতার মধ্যেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মির সফর করছেন। তার সফর চলাকালেই পুলিশের গুলিতে প্রাণ হারালো এক বেসামরিক মুসলিম তরুণ।

রোববার (২৪ অক্টোবর) উপত্যকার সোপিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলি চলাকালে ক্রসফায়ারে মারা যান ঐ তরুণ। এই হত্যাকাণ্ডকে ঠাণ্ডা মাথার খুন হিসেবে আখ্যা দিচ্ছে নিহতের পরিবার। ১৯ বছর বয়সী শহিদ আহমেদ ছিলেন শিক্ষার্থী।

আপেল সংগ্রহের জন্য সে এক সপ্তাহ ধরে সোপিয়ানে ছিল। পরিবারের অভিযোগ, নিহত আহমেদের লাশও পরিবারকে দেয়া হচ্ছে না। তারা আশঙ্কা করছেন, না জানিয়েই অজ্ঞাত কোনো স্থানে কবর দেয়া হবে তাকে। এ নিয়ে অক্টোবর মাসেই ১২ বেসামরিককে হত্যা করা হলো।

প্রসঙ্গত, রোববারই অমিত শাহ জানিয়েছেন, আসন পুনর্বিন্যাস এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারলে জম্মু-কাশ্মিরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে।

Exit mobile version