Site icon Jamuna Television

সৌদি জোটের হামলায় ইয়েমেনে দুই শতাধিক হুতি বিদ্রোহী নিহত

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের মারিব এলাকায় ২৬০ জনের বেশি হুতি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) এই দাবি করলো সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুসারে, ৭২ ঘণ্টার বিমান অভিযানে ধ্বংস হয়েছে ৩৬টি যানবাহন। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬২ হুতি বিদ্রোহী।

মূলত, আল-জাওয়াবা এবং আল-কাসারা এলাকায় চালানো হয় এই সাঁড়াশি অভিযান। চলতি মাসে, প্রায় প্রতিদিনই হুতিদের শক্ত ঘাঁটি- মারিবে হামলা চালাচ্ছে সৌদি জোট। গেল সপ্তাহেও, ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করে রিয়াদ।

বরাবরই ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চুপ থাকে হুতি গেরিলারা। সে কারণে, সংখ্যাগুলোর সত্যতা যাচাইয়ের সুযোগ কম। ২০১৫ সাল থেকে, হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অভিযানে প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি, গৃহহীন হয়েছেন লাখ-লাখ মানুষ।

Exit mobile version