Site icon Jamuna Television

শেষে কি জেলেই কাটবে আরিয়ানের জন্মদিন! শঙ্কায় খান পরিবার

ছবি: সংগৃহীত।

বলিউডের ‘বাদশাহ’র ছেলে বলে কথা। প্রতি বছর আরিয়ান খানের জন্মদিনে জাঁকজমকের অভাব হয় না মোটেই। তবে এই বছর ছেলের জন্মদিনে তাকে কাছে পাবেন কি না তা নিয়েই শঙ্কায় শাহরুখ পরিবার।

আগমী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। তবে এর আগে একাধিকবার জামিন আবেদন বাতিল হওয়ায় জন্মদিনের আগেও আরিয়ান জেল থেকে বের হতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন আছে। শাহরুখ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ছেলেকে বাড়ি ফেরানোর। এর মধ্যে একবার আইনজীবীও বদলেছেন। তবে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তাই আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিনেও মান্নাতের সামনে কোনো জনসমাবেশ হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে।

Exit mobile version