Site icon Jamuna Television

এসবই ক্ষমতা দীর্ঘ করার হীনচেষ্টা: গয়েশ্বর

স্পর্শকাতর বিষয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে চাইছে সরকার। এসবই ক্ষমতা দীর্ঘ করার হীনচেষ্টা বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২৫ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক সহিংসতা ও কুমিল্লার ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করার কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন গয়েশ্বর। তিনি বলেন, মামলা দিয়ে বরং বিএনপি নেতাকর্মীদের হয়রানির ষড়যন্ত্র করছে সরকার। আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণেই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, এখনও আতঙ্ক কাটেনি, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এখনও হামলা হচ্ছে। বক্তব্যে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান গয়েশ্বর।

Exit mobile version