Site icon Jamuna Television

ক্যাসিনো কাণ্ড: সালাউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট

ছবি: সংগৃহীত

ক্যাসিনোর অভিযোগে বিদেশে পলাতক মমিনুল হক সাঈদ কমিশনারের সহযোগী মো. সালাউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট। তাকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

পিটিশনের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আমিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

এজাহার মতে সাঈদ কমিশনারের সহযোগী হিসেবে সালাউদ্দিন চাঁদা উত্তোলন ও ক্যাসিনোর অপরাধলব্ধ অর্থ এনসিসি ব্যাংকের হিসাব বৈশাখী এন্টারপ্রাইজে জমা করতো। সালাউদ্দিন ক্যাসিনোর অপরাধ লব্ধ দশ কোটি টাকার বেশি অর্থ জমা প্রদান করেছে।

সিআইডির উপ-পরিদর্শক মো. সোহানুর রহমান ২০২১ সালের ৩০ মে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় কমিশনার মমিনুল হক সাঈদ ও সালাউদ্দিনসহ মোট আসামি করা হয়েছে ৪ জনকে। মামলাটি তদন্তাধীন আছে।

ইউএইচ/

Exit mobile version