Site icon Jamuna Television

স্বামীর মারা যাওয়ার খবর শুনে চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রীও

ছবি: মো. শাহজাহান আলী

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লাকসামে স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রীও মারা গেছেন। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহজাহান আলী (৬০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৪৫)। মৃত শাহজাহান আলীর শ্যালক জাবেদ হোসেন রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাবেদ জানান, গত কয়েকদিন ধরে শাহজাহান আলী জ্বরে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় হঠাৎ জ্বর বেড়ে যায়। পরে তাকে দ্রুত লাকসাম আল বারাকা হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলার সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সরকারি হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুলাভাইয়ের (শাহজাহান) মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে আমার বোন কোহিনূর বেগম অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান তিনি। শাহজাহান-কোহিনূর দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version