Site icon Jamuna Television

পাকিস্তান সীমান্তে আফগানদের বিক্ষোভ

ছবি:সংগৃহীত

পাকিস্তানের চমন সীমান্তে ব্যাপক বিক্ষোভ করছেন আফগানিস্তানের নাগরিকরা। উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছেন তারা।

হঠাৎ সীমান্ত বন্ধ করে দেয়ায় ক্ষুদ্ধ এসব আফগান নাগরিক। রোববার (২৫ অক্টোবর) পাক নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের।

ইসলামাবাদের দাবি, তালেবানের সাথে সম্পর্ক এবং বাণিজ্যের কারণেই সীমান্ত চালু রাখেন তারা। কিন্তু ৫ অক্টোবর থেকে তালেবানই বন্ধ করে দেয় গুরুত্বপূর্ণ এই সীমান্ত। আফগানিস্তানে মানবিক সংকট দূর করতে ৫’শ কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে পাক সরকার। এছাড়া চলতি মাসেই কাবুলের সাথে ফ্লাইট স্বাভাবিক করার কথা জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানে ঢুকতে চাওয়া এক আফগান নাগরিক বলেন, এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। ১৫ দিনের বেশি সময় ধরে এখানে অবস্থান করছি। রাতে সড়কেই ঘুমাতে হচ্ছে। নিরাপত্তাকর্মীরা আমাদের নির্যাতন করছে। নারী-শিশু কারও কান্নাই কেউ শুনছে না।

সীমান্ত খুলে দেয়ার দাবি জানিয়ে একজন বলেন, আমারা এখানে অবস্থানের পরই সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। এখান থেকে নারীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

Exit mobile version