Site icon Jamuna Television

দুবাইফেরত বিমান থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

ফাইল ছবি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। দুবাইফেরত ফ্লাইট বিজি-৪১৪৮–এর কার্গো হোল থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক বিবৃতিতে জানানো হয়, স্বর্ণগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য সাড়ে আট কোটি টাকা।

এ বিষয়ে আজ (২৫ অক্টোবর) তাদের সদর দফতরে সংবাদ সম্মেলন করবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

Exit mobile version