Site icon Jamuna Television

বঙ্গমাতার নামে হবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যায়ের সিন্ডিকেট সভা।

২৫ অক্টোবর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী সভায় প্রস্তাবটি উপস্থাপন করলে সদস্যরা এর নীতিগত অনুমোদন দেন। সভায় দ্রুত নতুন নামকরনের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়টি প্রস্তাবনার সময়ই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের কারো নামে করার দাবি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে বলে তিনি আনন্দিত।

Exit mobile version