Site icon Jamuna Television

হাসি ফুটলো সেই ‘অ্যাংরি ফ্যান’-এর মুখে!

২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পাকিস্তানি খেলোয়াড় আসিফ আলী ওয়ার্নারের ক্যাচ ফেলার পর ঠিক কেমন পোজে দাঁড়িয়েছিলেন তিনি, তা দেখেছে গোটা বিশ্ব। সেদিন কি অস্ফুটস্বরে তিনি গেয়ে উঠেছিলেন বলিউডের ‘গলি বয়’ সিনেমার গান, “আপনা টাইম আয়েগা?”

গান গেয়ে থাকুন বা না-ই থাকুন, দিন কিন্তু ঠিকই ফিরলো তার। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারালো, তাও কিনা ১০ উইকেটের বিশাল ব্যবধানে। স্বাভাবিকভাবেই খুশি বাঁধ না মানারই কথা সেই পাকিস্তানি ফ্যান সারিম আকতারের।

‘গোমড়ামুখ’-এর সমার্থকই হয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ইংরেজিতে একটি শব্দ আছে ‘Glare’, যার অর্থ রাগে গজগজ করতে করতে তাকিয়ে থাকা। এক ভোকাবুলারির বইতে সেই শব্দের পরিচিতিতে যুক্ত করা হয়েছিল তার ছবি।

সেই সারিম আকতারই হাসলেন, তাও আয়োজন করে! সে ছবি আবার নিজ থেকেই পোস্ট করলেন টুইটারে।

পাকিস্তানের করাচিতে জন্ম ও পড়াশোনা। এখন থাকছেন যুক্তরাজ্যে। নিজেকে বরাবর লাজুক ও ‘নয়টা-পাঁচটা’ অফিস করা ছাপোষা মানুষই বলেন তিনি। কিন্তু এই মৃদুভাষী লাজুক মানুষটিই কিন্তু হংকং-এ বিশ্বের একমাত্র ‘মিম জাদুঘরে’ স্থান পেয়েছেন। না, তার হাসির জন্য নয়, অবশ্যই সেই গোমড়া মুখের জন্য!

Exit mobile version