Site icon Jamuna Television

১০ উইকেটে হারানোর পর সুসম্পর্কের আলাপ করা কঠিন: ইমরান খান

রিয়াদে বক্তব্যদানকালে ইমরান খান।

বিশ্বকাপে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের পর ভারতকে সুসম্পর্ক স্থাপনে প্রস্তাব দেয়ার জন্য ভাল সময় এটা নয়, বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দ্য ডন এর।

আজ সোমবার (২৫ অক্টোবর) রিয়াদে সৌদি-পাকিস্তান ইনভেস্টমেন্ট ফোরামে এসব কথা বলেন ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান বলেন, ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করা নিঃসন্দেহে জরুরি। তবে গতকালের ঐতিহাসিক জয়ের পর এ ব্যাপারে আলাপ করার জন্য এখন উপযুক্ত সময় নয় বলেই মনে হচ্ছে।

ইমরান আরও বলেন, আমাদের দুই প্রতিবেশি চীন ও ভারত বর্তমান বিশ্বের দুটি বৃহৎ বাজার। চীনের সাথে ইতোমধ্যেই আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। বাণিজ্যের আরও প্রসারের জন্য ভারতের সাথেও সম্পর্কোন্নয়ন খুবই জরুরি। তবে, বিশ্বকাপে গতকালকের ঐতিহাসিক জয়ের পর এটাকে ঠিক সম্পর্কোন্নয়নের সঠিক সময় বলে মনে হচ্ছে না।

/এসএইচ

Exit mobile version