Site icon Jamuna Television

মরুভূমির ঘোড়াদের জন্য পাঁচতারা রিসোর্ট কাতারে

মরুভূমির দেশ  কাতার। অাধুনিক যানবাহন থাকলেও এ দেশে ঘোড়ার কদর কমেনি মোটেও। বরং ঘোড়াদের মূল্য আরও বেড়েছে।

এরই ধারাবাহিকতায় একটি বিলাসবহুল রিসোর্ট খোলা হয়েছে। যেখানে কোনো মানুষ না কেবলমাত্র ঘোড়ারা থাকতে পারবে। আর ঘোড়াদের জন্য রয়েছে পাঁচতারা হোটেলের সুবিধা। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

রাজধানী দোহার ঠিক বাইরে আল-শাকাব ঘোড়াশালে প্রায় ৭৪০ ঘোড়ার থাকার সুবিধা রয়েছে। আক্ষরিক অর্থেই এই হোটেলে ঘোড়াদের দেখভাল ও মনোঞ্জনের জন্য পাঁচতারা পরিষেবা দেওয়া হচ্ছে।

সুইমিং পুলে ঘোড়া

ঘোড়াদের সুবিধা দেয়ার জন্য রয়েছে এসি ঘর, প্রাইভেট রেসট্র্যাক, ফিটনেস প্রোগ্রাম, গ্রুমিং সহ বিভিন্ন পরিষেবা। শুধু তাই নয়। ওই ঘোড়াশালে একটি অশ্ব শিক্ষা দফতরও খোলা হয়েছে। সেখানে ৬-১৮ বছর বয়সী কাতারবাসীকে ঘোড়ার জীবন ও পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হয়। যাতে ভবিষ্যৎ প্রজন্মের ঘোড়সওয়ার তৈরি হয়।

গোসলের পর শরীর শুকানোর ব্যবস্থাও আছে রিসোর্টটিতে

আল শাকাবের সুনাম রয়েছে ঘোড়ার বিভিন্ন প্রতিযোগিতায় শিরোপা জেতার। বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া হর্স শো প্রতিযোগিতায় সোনা জিতেছে এখানকার ঘোড়া।

Exit mobile version