Site icon Jamuna Television

‘শাহরুখের সংকটে বলিউডের নীরবতা লজ্জাজনক’

ছবি: সংগৃহীত।

মাদক মামলায় কারাগারে আছেন শাহরুখপুত্র আরিয়ান। এ ঘটনায় বলিউডের অনেকেই শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তবে, সেই সংখ্যাটা খুব বেশি নয়। সর্বশেষ শাহরুখকে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত। একইসাথে সঞ্জয় গুপ্ত বলিউডের বড় বড় তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সঞ্জয় গুপ্ত টুইটে লেখেন, শাহরুখ খান চলচ্চিত্র শিল্পের হাজার হাজার মানুষের চাকরি দিয়ে জীবিকার ব্যবস্থা করেছেন। তিনি সবসময় এই শিল্পের সাথে ছিলেন। কিন্তু, তার সংকটের দিনে বলিউডের নীরবতা লজ্জাজনক।

এদিকে গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) শাহরুখ খান ছেলেকে দেখতে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে যান। সেখানে তাকে ঘিরে ধরেন মিডিয়াকর্মীরা। এ ঘটনায় অনেক তারকা মিডিয়াকর্মীদের সমালোচনা করেছেন।

চলচ্চিত্র নির্মাতা শ্রীবাস্তব টুইট করে, এসআরকের জন্য খুব খারাপ লাগছে। তার অন্ধকার সময় শেষ হোক এবং আবার আলো ফুটুক।

শাহরুখকে ঘিরে রাখা একটি ভিডিও নিয়ে মন্তব্য করতে গিয়ে পূজা ভাট টুইট করেন, সংবাদপত্রের প্রিয় সদস্যরা, আমি জানি সময় খুব খারাপ যাচ্ছে। আপনারাও নিজ নিজ নিয়োগকর্তার কাছ থেকে প্রচণ্ড চাপে আছেন। কিন্তু, তার মানে এই নয় যে স্বাস্থ্য এবং সুরক্ষার বলয় ভেঙে তাকে এভাবে ঘিরে ধরবেন।

Exit mobile version