Site icon Jamuna Television

দাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে ক্যালিফোর্নিয়া (ভিডিও)

ছবি: সংগৃহীত

এ বছর দাবানলের আগুনে সবচেয়ে বেশি পুড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনভূমি। সেই রেশ না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়লো অঙ্গরাজ্যটি। টানা বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে, বিপর্যস্ত গোটা অঞ্চল। দেখা দিয়েছে পাহাড়ি ঢল। ফলে অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।

ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে বহু বসতবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে সানফ্রান্সিসকোর বাসিন্দারা। সড়কে কোথাও কোথাও এক ফুট পর্যন্ত পানি জমে গেছে। ঝড়ে গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।

ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা বলেন, গাছ ভেঙে আমার বেডরুমে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছি। আরেকটি গাছ গ্যারেজের ওপর পড়ায় গাড়ি দুমড়েমুচড়ে গেছে। এখন যত দ্রুত সম্ভব ছাদ ঠিক করার চেষ্টা করছি।

ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে, এবার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে ক্যালিফোর্নিয়া।

Exit mobile version