Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এমন আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী এলিস ওয়েলস। মার্কিন কংগ্রেসের সাব কমিটির শুনানি শেষে একথা বলেন তিনি।

এলিস ওয়েলস বলেন, হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ যেভাবে সহযোগিতা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অংশীদার বাংলাদেশ। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশটির পাশেই থাকবো আমরা।

Exit mobile version