
ছবি: সংগৃহীত।
আফগানিস্তানে চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। তালেবান আফগান দখলের পর আন্তর্জাতিক ফান্ডগুলো তাদের ত্রাণ কার্যক্রম আফগানিস্তানে বন্ধ করে দেয়। কারণ তালেবানের সাথে কিরূপ সম্পর্ক হবে তার ওপর নির্ভর করে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।
তবে দ্রুত সময়ের মধ্যে দেশটিতে ত্রাণ তৎপরতা শুরু করা না গেলে লাখ লাখ মানুষ মারা যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
আর্থিক চাহিদা পূরণের জন্য ৫০০ ডলারের বিনিময়ে কন্যা শিশুকে বিক্রি করে দিচ্ছে অনেকেই। অনেকের ঘরে চাল, তেল কিছুই নেই। খাবারের জন্য তারা হাহাকার করছে।
পুরুষদের কোনো কাজ না থাকায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম অঞ্চলীয় প্রদেশ হেলমান্দে একটি মাত্র হাসপাতাল রয়েছে, অন্য একটি ক্লিনিক যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। কিন্তু যে হাসপাতালটি টিকে আছে সেখানের কর্তব্যরত ডাক্তার এবং নার্স চার মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। এছাড়া এখানে কোনো ধরনের ওষুধ এবং মেডিকেল সেবা সরবরাহ করা হচ্ছে না। এমন অবস্থায় প্রদেশটিতে অনেক শিশু বিনা চিকিৎসায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে।



Leave a reply