Site icon Jamuna Television

কোভিডে আক্রান্ত হয়েছেন এড শিরান

ছবি: সংগৃহীত

কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তবে ঘরে বসেই কনসার্টের পারফর্মেন্স এবং ইন্টারভিউ দেবেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল রোববার (২৪ অক্টোবর) ব্যক্তিগত ইনস্টাগ্রাম আইডি থেকে নিজের করোনা শনাক্তের বিষয়টি জানান ৩০ বছর বয়সী এ গায়ক। শারীরিক অবস্থা গুরুতর নয় বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন শিরান।

এড শিরান জানান, ব্রিটিশ সরকারের করোনা বিধিমালা মেনেই থাকবেন আইসোলেশনে। তবে শিডিউল দেয়া থাকায় বাড়ি থেকেই বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন। একইসাথে, ৬ নভেম্বর এনবিসি টিভির আয়োজিত ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানেও গাইবেন গান।

উল্লেখ্য, বিশ্বব্যাপী এড শিরেনের ১৫ কোটি অ্যালবাম বিক্রির রেকর্ড রয়েছে। ব্রিটিশ টপচার্ট হিস্ট্রিতেও রয়েছে শিরানের দুটি গান।

/এসএইচ

Exit mobile version