Site icon Jamuna Television

প্রথম জয়ের খোঁজে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা, দেখে নিন সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালের আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া দুই দলই।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্বকাপের দু্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

অস্ট্রেলিয়ার কাছে নাস্তাবুদ হওয়া দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা মিডলঅর্ডর ব্যাটসম্যানদের অফ ফর্ম। ডেভিড মিলার ও হ্যানরিক ক্লাসেনের অফ ফর্ম কাটাতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে প্রোটিয়ারা।

অন্যদিকে ইংল্যান্ডের কাছে হার দিয়ে আসর শুরু করা উইন্ডিজও ঘুরে দাঁড়াতে একাদশে পরিবর্তন আনতে পারে। গণমাধ্যম বলছে, দক্ষিণ আফ্রিকাকে কাবু করতে বাড়তি স্পিনার দেখা যেতে পারে একাদশে। সেই সাথে টপ অর্ডার থেকেও রান চায় ক্যারিবিয়ানরা।

সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম, রেজা হেনরিকস, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নোকিয়া, তাবরিজ শামসি।

ওয়েস্ট ইন্ডিজ: লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটকিপার), কিরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আকিল হোসাইন, রবি রামপাল, ওবেড ম্যাককয়।

Exit mobile version