Site icon Jamuna Television

বহদ্দারহাট ফ্লাইওভারে ফাটল

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এম এ মান্নান ফ্লাইওভারে একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার (২৫ অক্টোবর) রাত থেকে একটি অংশে বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল।

বিষয়টি নিয়ে রাতেই সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) জানানো হয়েছে। আজ সকালে তাদের প্রকৌশলীরা এসে করণীয় ঠিক করবে। আপাতত নিরাপত্তার স্বার্থে ফ্লাইওভারের ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে নিচের দোকানগুলোও।

২০১৭ সালের ডিসেম্বরে এ উড়ালসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। তবে, এর আগে, ফ্লাইওভারের কাজ চলার সময় ২০১২ সালে গার্ডার ধসে নিহত হয়েছিলেন ১৪ জন।

Exit mobile version