Site icon Jamuna Television

ইলিশ ধরা শুরু

নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে আবারও শুরু হয়েছে ইলিশ শিকার।

জেলেরা জানায়, তারা ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেননি। এসময় বেশ কষ্টেই দিন কেটেছে তাদের। অনেকেই বিভিন্নজনের কাছ থেকে ঋণ নিয়েছেন চড়া সুদে, কেউবা এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকেও টাকা নিয়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কষ্টের দিন শেষ হচ্ছে জেলেদের যাবার আগ থেকেই মাছ শিকারের প্রস্তুতি নিয়েছেন তারা। মেরামত করেছেন নৌকা।

মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য ৩ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। তবে এসময়েও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে গ্রেফতার ও জরিমানাও করা হয়েছে অনেককে।

Exit mobile version