Site icon Jamuna Television

আজ জামিন পেতে পারেন আরিয়ান

ছবি: সংগৃহীত।

আজ জামিন পেতে পারেন বলিউড বাদশাহ শাহরুখের ছেলে আরিয়ান খান। মুম্বাই উচ্চ আদালতে তার মামলা লড়বেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল, মুকুল রোতাগি।

অক্টোবরের ৮ তারিখ থেকে মাদক মামলায় কারাগারে আটক আছে ২৩ বছরের আরিয়ান। একাধিকবার জামিন আবেদন করা হলেও মূল্যবান নথি হিসেবে হোয়াটসঅ্যাপ বার্তা উপস্থাপন করা হয় শুনানিতে। বিষয়গুলো যাচাইয়ে খারিজ হয়ে যায় জামিন।

এদিকে, ১৮ কোটি রুপি ঘুষ লেনদেনের ঘটনা সামনে আসায় মামলাটি নিয়েছে নতুন মোড়। এক সাক্ষীর জবানবন্দিতে বেরিয়ে এসেছে, আরিয়ানকে ফাঁসাতে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) মুখ্য কর্মকর্তা সামির ওয়াংখেড়ে নিয়েছেন ৮ কোটি রুপির ঘুষ। যা স্পষ্ট অস্বীকার করছে ওই সংস্থা।

গত ৩ অক্টোবর, গোয়াগামী একটি প্রমোদতরীতে অভিযান চালায়, মাদক নিয়ন্ত্রণ বিভাগ। আরিয়ান’সহ ৮ জনকে আটক করা হয়। শাহরুখপুত্রের কাছে নগদ ১ লাখ ৩৩ হাজার রূপি পাওয়া যায় বলেও দাবি এনবিসির।

Exit mobile version