Site icon Jamuna Television

টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

করোনা ভ্যাকসিনের টিকাগ্রহণ বাধ্যতামূলক করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ করেছেন পৌরকর্মীরা।

সোমবার (২৬ অক্টোবর) নিউইয়র্ক শহরের ব্রুকলিন ব্রিজে জড়ো হন কয়েক’শ বাসিন্দা। এসময় প্লাকার্ড হাতে নানা ধরণের মিছিল দেন তারা।

গত সপ্তাহে নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও পৌরকর্মীদের জন্য বাধ্যতামূলক টিকার নির্দেশ দেন। ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে এই বিধি। তবে এই সিদ্ধান্ত মানতে রাজি নন বহু কর্মী। অবসরপ্রাপ্তসহ প্রায় ৫০ হাজার পৌরকর্মী এক বিবৃতি প্রকাশ করেছেন। যাতে বলা হয় টিকা নেয়া বা না নেয়ার অধিকার ব্যক্তির থাকা উচিত। ‘শরীর যার, সিদ্ধান্ত তার’ এমন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তারা।

এরইমধ্যে পৌর কার্যালয়ের ১ লাখ ৬০ হাজার কর্মীর ৭১ শতাংশই অন্তত এক ডোজ করোনা টিকা নিয়েছেন। পুলিশ বিভাগে এ হার সবচেয়ে বেশি।

Exit mobile version