Site icon Jamuna Television

‘দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা লন্ডনে হয়েছে’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল পরিকল্পনা লন্ডনে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহীর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ একমাস ধরে লন্ডনে বসে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পনা হয়। বিএনপি প্রকাশ্যে মাসব্যাপী বৈঠক করলেও অন্তরালে ছিল এই ষড়যন্ত্র। এ ঘটনায় ১০২টি মামলা হয়েছে। ৭’শর মত দুষ্কৃতি গ্রেফতার আছে। এ ঘটনার ইন্ধনদাতাদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনবে সরকার।

ড. হাছান মাহমুদ জানিয়েছেন, গণমাধ্যমকর্মী আইন আগামী সংসদ অধিবেশনে যাতে হয়, সেলক্ষ্যে কাজ চলছে। এর আগে তথ্যমন্ত্রী কাজীহাটায় বিটিভির উপকেন্দ্র পরিদর্শন করেন।

ইউএইচ/

Exit mobile version