Site icon Jamuna Television

মাঠে মালিককে দেখেই ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান ভারতীয় সমর্থকদের

ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের খেলারই কথা ছিল না। প্রথমে চূড়ান্ত স্কোয়াডে ছিল না তার নাম। পরে শোয়াইব মাকসুদের চোটে ভাগ্য খুলে তার।

সেই ভাগ্য এতোটাই সুপ্রসন্ন শোয়েবের যে ইতিহাস রচনায় মাঠের সাক্ষী হয়ে গেলেন। বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর ঐতিহাসিক দিনে খেললেন। রোববার অধিনায়ক বাবর আজম আর রিজওয়ানের কারণে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে দেখা গেছে তাকে।

আর বাউন্ডারি লাইনে ফিল্ডিংরত অবস্থায় মধুর এক অভিজ্ঞতা উপভোগ করলেন এ অলরাউন্ডার। গ্যালারি থেকে তার উদ্দেশে ভারতীয় দর্শকরা চিৎকারে করতে থাকেন ‘জিজাজি’ ‘জিজাজি’ ( দুলাভাই)।

এক পর্যায়ে এই ‘দুলাভাই’ সম্বোধন স্লোগানে পরিণত হয়। শোয়েব মালিকও বাধ্য হন গ্যালারির দিকে ঘুরে তাকিয়ে তার ভারতীয় ‘শ্যালক-শ্যালিকাদের’ দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে।

এদিকে ঘটনাটি ছুঁয়ে গেছে শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। আবেগে আপ্লুত হয়ে টুইটারে সে মুহূর্তের একটা ভিডিও শেয়ার করে ভালোবাসার চিহ্ন এঁকেছেন তিনি। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল।

এ নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া চলছে। ঘটনাটিকে ভারত-পাকিস্তানের সাধারণ মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেক ভারতীয়। আবার ‘একজন পাকিস্তানি’কে ‘দুলাভাই’ ডাকায় দুবাইয়ের গ্যালারির ওই নির্দিষ্ট অংশের দর্শকদের ধুয়ে দিচ্ছেন কেউ কেউ। রীতিমতো বিদ্বেষ ছড়াচ্ছেন তারা।

ইউএইচ/

Exit mobile version