Site icon Jamuna Television

ঢাবি এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের বন্ধ গেটের সামনে নবজাতকের মরদেহ পড়েছিল। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি একটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, কন্যা শিশুটির বয়স ১ দিন। মৃত অবস্থায় কেউ ফেলে রেখে গেছে। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version