Site icon Jamuna Television

দেশে পৌঁছেছে সিনোফার্মের দুই লাখ ডোজ ভ্যাকসিন

ছবি: সংগৃহীত।

দেশে এসে পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও দুই লাখ ডোজ ভ্যাকসিন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসে পৌঁছেছে এই ভ্যাকসিন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাক্সিনগুলি গ্রহণ করেছেন।

চীন সরকারের উপহার হিসেবে গত ১২ মে ৫ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। সেটিই ছিল বাংলাদেশে আসা সিনোফার্মের টিকার প্রথম চালান। পরে ১৩ জুন উপহার হিসেবে আরও ৬ লাখ ডোজ টিকা আসে। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর চীন থেকে সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা হাতে পায় বাংলাদেশ।

Exit mobile version