Site icon Jamuna Television

মার্করাম-ডুসেনের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছে প্রোটিয়ারা

মার্করাম আজ টার্গেট করেছেন মিড উইকেট বাউন্ডারি। ছবি: সংগৃহীত

র‍্যাসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করামের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১২১ রান। জয়ের জন্য তাদের এখন দরকার ২৪ বলে ২৩ রান।

১৪৪ রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তারপর আরেক ওপেনার রিজা হেনড্রিক্স রান বাড়ানোর কাজ করেছেন। সেই থেকেই স্ট্রাইক রোটেটের দায়িত্ব পালন করে যাচ্ছেন ভ্যান ডার ডুসেন।

হেনড্রিক্স ৩০ বলে ৩৯ রান করে অর্থোডক্স স্পিনার আকিল হোসাইনের বলে আউট হন। তার স্থলে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম বল-রানের সমীকরণকে অনেকটাই সহজ বানিয়ে ফেলেছেন। ৩ ছয়ের সাহায্যে মার্করামের সংগ্রহ এখন পর্যন্ত ১৯ বলে ৩৩ রান। ভ্যান ডার ডুসেন ব্যাট করছেন ৪০ রান নিয়ে।

Exit mobile version